অনৈতিক ঘটনার দায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩ শিক্ষার্থীকে বহিস্কার করেছে সিকৃবি কর্তৃপক্ষ। এর মধ্যে এক ছাত্রকে আজীবন ও দুই ছাত্রীকে ২ সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়।রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র জামাল হোসেন সবুজ এবং ওই বিভাগের একই বর্ষের ছাত্রী কামরুন্নাহার ও আকলিমা বেগম।সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট’ বিধি অনুযায়ী ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।প্রসঙ্গত, ২৪ জানুয়ারি জামাল হোসেন সবুজ বোরকা পরে সিকৃবির সুহাসিনী দাশ ছাত্রী হলে প্রবেশ করে। পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এ কমিটির প্রতিবেদনের আলোকে সবুজসহ ৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।ছামির মাহমুদ/এমএএস/আরআই