হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সানজিদা সারোয়ার।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার দফতর বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ওসমান গনির পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ছাত্রনেতা রাশিব রহমান ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা রেজওয়ান আহম্মেদ।
সমাবেশে বক্তারা বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবি মেনে পাঠ্যপুস্তকের সংশোধনী আনা ও হাইকোর্টের সামনে থেকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত ভাস্কর্য সরানো একটি সংস্কৃতির ওপর আগ্রাসন ছাড়া আর কিছু হতে পারে না। আজ মহাজোট সরকার একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নিজেকে বিকিয়ে দিয়ে দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশও একদিন ইরাক, আফগান ও পাকিস্থানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।
এছাড়া বক্তারা সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় প্রোগ্রামে পুলিশি হামলা ও গ্রেফতারের নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতার ছাত্র নেতাদের মুক্তি ও হাইকোর্টের সামনে ভাস্কর্যটি পুনরায় প্রতিস্থাপনের দাবি জানান।
আল-মামুন সাগর/এএম/জেআইএম