জাতীয়

দুই বছরে বর্জ্য সমস্যার সমাধান : আনিসুল হক

আগামী দুই বছরে বর্জ্য সমস্যার সমাধান এবং তিন বছরের মধ্যে ঢাকাকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত কছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।সোমবার রাজধানীর আইডিইবি ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।           আনিসুল হক বলেন, ঢাকাকে হয়তো তিলোত্তমা বানানো যাবে না, কিন্তু সুন্দরী বানানোর চেষ্টা করা যেতে পারে। আমরা সেই চেষ্টাই করে যাবো। আমরা দুই মেয়র এক সঙ্গে কাজ করতে পারলে ঢাকাকে একটি আধুনিক নগরী গড়া সম্ভব। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। কারণ ব্যবসায়ীদের করের টাকাতেই সিটি কর্পোরেশনকে চলতে হয়।তিনি বলেন, ঢাকার ফুটপাট একদিনে দখলমুক্ত করা সম্ভব নয়। ফুটপাতের ব্যবসায়ীরা ওই ছোট্ট দোকানের ওপর আয় করে বেঁচে থাকেন। তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করলে হিতে বিপরীত হতে পারে। সংশিষ্ট সবার সঙ্গে কথা বলেই এই সমস্যার সমাধান করা হবে।আনিসুল হক বলেন, ব্যবসায়ী এবং নগরবাসী যদি সহায়তা করেন তাহলে পাঁচ বছর পর জনগণের কাছে গিয়ে জবাবদিহিতা করতে কোনো দ্বিধা কাজ করবে না।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্ব এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন, পরিচালক এমএ মোমেম, আবু আলম চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআই/এএসএস/বিএ/এমএস