পাইরেসি শব্দটি বর্তমান সময়ে শোবিজ দুনিয়ায় একটি আতঙ্কের নাম। এই আতঙ্কের শিকার হয়ে প্রায় মরতে বসেছে বাংলাদেশের সঙ্গীত মিডিয়া। আর ধুকছে বাংলাদেশি সিনেমাও। একইভাবে পাইরেসির আক্রমণে নাস্তানুবাদ বলিউডও। সিনেমা পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাই আদালতের দ্বারস্থ হলো মুক্তির প্রতীক্ষায় থাকা রণবীর-অনুশকা অভিনীত বম্বে ভেলভেট সিনেমার প্রযোজনা সংস্থা।সিনেমা মুক্তির পর কোনো ওয়েবসাইট যাতে তা ছড়িয়ে দিতে না পারে তার উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানিয়েছে ওই সংস্থাটি। ম্যাকপুলার উইলিয়াম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ফক্স এন্টারটেইনমেন্ট। এই ব্যক্তির মালিকানায় থাকা কিছু ওয়েবসাইটের মাধ্যমেই নাকি ফাঁস হয়ে যায় সিনেমাগুলো।এছাড়া তার সঙ্গে হাত মেলায় ভারতের স্থানীয় কেবল অপারেটররাও। ফলে হলে যখন সিনেমা চলে, তখনই হলের বাইরেও সিনেমাটি দর্শকের হাতে চলে আসে। এই ঘটনা যাতে বম্বে ভেলভেট সিনেমার ক্ষেত্রে না হয়, তাই এই ব্যবস্থা।পাশাপাশি ১৫ মে সিনেমাটি মুক্তির পর এই সব ওয়েবসাইট যাতে সিনেমাটি কোনোভাবে ছড়িয়ে দিতে না পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।জ্ঞান প্রকাশের ‘মুম্বই ফেবলস’ অবলম্বনে তৈরি হয়েছে অনুরাগ কাশ্যপের সিনেমা বম্বে ভেলভেট। এ সিনেমায় এক স্ট্রিট ফাইটারের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। অনুশকাকে দেখা যাবে জ্যাজ সিঙ্গার হিসেবে। পরিচালক করণ জোহরের অভিনয় শিল্পী হিসেবে অভিষেক হচ্ছে এ সিনেমায়।এলএ