দেশজুড়ে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিসেফ কর্মকর্তা নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোটেম্পোর মুখোমুাখি সংঘর্ষে হোসাইন আবুল হায়াত মাহমুদ (৩৬) নামে এক ইউনিসেফ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সন্ধ্যায় উপজেলার শাকপালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আবুল হায়াত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের রাজশাহী ডিভিশনাল কনসালটেন্ট। তিনি রাজধানীর শ্যামলীর আবুল বাশারের ছেলে।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া শহরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুর জানান, সোমবার সন্ধ্যার দিকে শহরতলীর শাকপালায় একটি ট্রাক ও অটোটেম্পোর মুখোমুাখি সংঘর্ষে ঘটনাস্থলেই আবুল হায়াত নিহত হন। আহত হন টেম্পোচালকসহ তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

লিমন বাসার/আরএআর/পিআর