দেশজুড়ে

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির সাধারণ সম্পাদক লাঞ্ছিত

শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন লাঞ্ছিত হয়েছেন। বিএনপি দু’গ্রুপের দ্বন্দ্বের কারণে দলীয় কার্যালয়ের ভেতরে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বগুড়া বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম দলের উপর একক কর্তৃত্ব বজায় রাখার কারণে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে সভাপতি তার পছন্দের লোকজন ছাড়া অন্য কাউকে দলীয় সভায় কিংবা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান না। এই কারণে দলের অনেকেই বিক্ষুব্ধ।

এবার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভাতেও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলার চেয়ারম্যান আলী আজগর হেনা, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ অনেক ত্যাগী নেতাদের সভাপতি ভিপি সাইফুল ইসলামের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। এসব কারণেই মূলত দলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ইফতার পার্টির স্থান নির্ধারণের জন্য বিএনপি নেতা শোক রানার হোটেল নির্ধারণ করার জন্য সভাপতির পক্ষ থেকে দাবি তোলা হলে আমন্ত্রণ না পেয়েও নিজে থেকে উপস্থিত থাকা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন তা নাকোচ করেন। এই কারণে সভাপতির উপস্থিতিতে তার অনুসারিরা সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করেন।

সাধারণ সম্পাদক জয়নার আবেদীন চান জানান, ইফতার পার্টির স্থান নিয়ে কথা বলায় তার সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, গত সোমবার জিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাবতলীতে তারেক রহমানের হাওয়া ভবনের কর্মকর্তা আতিকুর রহমান রুমনের এতিমখানায় ইফতার পার্টির আয়োজন করে সভাপতি ভিপি সাইফুল ইসলাম। সেখানেও বিভক্ত গ্রুপের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

সম্প্রতি কেন্দ্রীয় সাংগঠনিক সফরে যুগ্ম সম্পাদক হাবিব উন নবী সোহেল বগুড়ায় সভা করতে আসলে ওই সভায় দুই গ্রুপের স্লোগান-পাল্টা স্লোগানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত চলে যান। অনুষ্ঠানে আর কেউ বক্তব্য দেয়ার সুযোগ পায়নি।

বিএনপির একাধিক নেতা জানান, যখনই সভাপতি ভিপি সাইফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব চরমে উঠে তখনই বিএনপির নেতারা গ্রেফতারের স্বীকার হয়।

মঙ্গলবারও দলীয় কার্যালয়ে জয়নাল আবেদীন চাঁনকে লাঞ্ছিত করার ঘটনার পরই নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন তরুণ বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ-উন-নবী সালাম। লাঞ্ছিত হবার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, বগুড়া বিএনপির ইফতার মাহফিল ও হোটেল নাজ গার্ডেনে হবে বলে সভাপতি যুক্তি তুলে ধরলে আমি বিষয়টি নিয়ে পরে ভাবা যাবে বলা মাত্র আক্রমণের শিকার হই। দলীয় বিভাজন থেকেই এই ঘটনাগুলো ঘটছে বলে তিনি দাবি করেন।

এমএএস/পিআর