ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ণিমা দাস (১১) নামের এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ছেলের পরিবারকে ভ্রাম্যমাণ আদালতে ৫শ টাকা জরিমানা করা হয়। পূর্ণিমা দাস ব্র্যাক পরিচালিত পল্লী উন্নয়ন সংস্থার উপানুষ্ঠানিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ও দুলালমুন্দিয়া দাস পাড়ার অধীর দাসের মেয়ে। জানা গেছে, সোমাবার বিকেলে যশোর জেলার ডাকাতিয়া গ্রামের বিজয় দাসের ছেলে লিটন দাসের সঙ্গে পূর্ণিমার বিয়ে দেয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলের বাবাকে ৫শ টাকা জরিমানা করা হয়। এমজেড/এমএস