তথ্যপ্রযুক্তি

অবকাঠামো পরিকল্পনায় সেলফোনের তথ্য!

উন্নয়নশীল দেশের অবকাঠামো পরিকল্পনা তৈরিতে সেলফোন ব্যবহারকারীর তথ্য কাজে দেবে। নির্দিষ্ট কোনো এলাকায় কত মানুষের বসবাস, তাদের জন্য কী পরিমাণ জ্বালানি প্রয়োজন এ ধরনের অনেক কিছুই বিশ্লেষণ করা সম্ভব সেলফোন নেটওয়ার্কের সুবাদে পাওয়া তথ্যের মাধ্যমে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান্টা ফে ইনস্টিটিউট, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় ও সেনেগালের চেইখ অ্যানটা ডিওপ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানান। খবর পিটিআই।বিশ্বব্যাপী সেলফোন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। বিশ্বের প্রায় সব এলাকার মানুষই এখন সেলফোন ব্যবহার করছেন। তাই কোন এলাকায় কী পরিমাণ মানুষের বসবাস, তা এ সেলফোন সংখ্যা দিয়েই নির্ণয় সম্ভব। আর এ তথ্য কোনো সরকারের পক্ষে সে অঞ্চলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিরূপণেও সাহায্য করবে।বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল অনেক দেশেরই মানসম্মত জনসংখ্যা বিষয়ক তথ্য পাওয়া দুষ্কর। উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বিষয়ক যে তথ্য পাওয়া যায়, তা অনেকাংশেই সঠিক হয় না। এ কারণে সেলফোনের মাধ্যমে নিখুঁত না হলেও গড়পড়তা তথ্য পাওয়া সম্ভব, যা অবকাঠামো পরিকল্পনায় কাজে দেবে।যেমন ধরা যাক, কোনো এলাকার সেলফোন সংখ্যা বিবেচনা করলে সে অঞ্চলের আনুমানিক জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রায় সব ক্ষেত্রে সেলফোন সংখ্যা মোট জনসংখ্যার চেয়ে কমই হবে। এ অনুমান থেকে কোন অঞ্চলে কী পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, সে বিষয়ে ধারণা করা সম্ভব। আর এ তথ্য কোনো দেশের সরকারকে অবকাঠামো পরিকল্পনায় সহায়তা করবে বলে জানান গবেষকরা।এআরএস/এমএস