দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে এসআই আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকায় রাজা নামে এক ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে গোলাম মতুর্জা নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

পরে ওই মাদক ব্যবসায়ীকে একশ পিস ইয়াবাসহ আটক করেন এসআইন মতুর্জা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ইয়াবা ব্যবসায়ী রাজার ছুরিকাঘাতে এসআই গুরুতর জখম হয়েছেন।

এমআরএম/পিআর