দেশজুড়ে

বরাদ্দ ছাড়াই সরকারি আবাসনে থাকছেন কৃষি কর্মকর্তা

কোনো প্রকার বরাদ্দ ছাড়াই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরকারি আবাসন তটিনিতে বসবাস করছেন এক সরকারি কৃষি কর্মকর্তা। প্রথম শ্রেণির কর্তকর্তাদের জন্য নির্ধারিত সরকারি ভবনটি বরাদ্দ নিয়ে বসাবাস করার নিয়ম থাকলেও গোপনীয়তা রক্ষা করে দীর্ঘ ১৫ মাস যাবৎ সেখানে বসাবাস করছেন চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস।

এজন্য তাকে কোনো টাকাও পরিশোধ করতে হয় না। ফলে ভবনটির ভাড়া আদায় না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার।

সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ওই উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন জাহিদুল ইসলাম বিশ্বাস। ওঠেন প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্ধারিত তটিনি নামের ভবনে। মে মাসে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলার সরকারি ভবন বরাদ্দের বিষয়টি আলোচনা হয়। ওই আলোচনা থেকেই বের হয়ে আসে বরাদ্দ ছাড়াই কৃষি কর্মকর্তার সরকারি বাসা ব্যবহারের বিষয়টি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, আমার নামে কোনো বাসা বরাদ্দ নেই। আমি যোগদানের পর ডরমেটরিতে একটি শয্যা বরাদ্দ চেয়েছিলাম। কোনো শয্যা না দেয়ায় আমি ওই ভবনে থাকতে শুরু করি।

তিনি দাবি করে বলেন, বরাদ্দ ছাড়া সরকারি ওই ভবনে আমি একা থাকিনি। আমার সঙ্গে আরও দুই সরকারি কর্মকর্তা একইভাবে থাকেন। এটা কোনো সমস্যা নয়, আমি সরকারি সব টাকা পরিশোধ করে দিলেই হলো।

চরভদ্রাসনে উপজেলা পরিষদের আবাসন বরাদ্দ কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ মোল্যা বলেন, বিষয়টি আমার ভালো জানা নেই। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে কোন প্রক্রিয়ায় এমনটি ঘটেছে তা জানাতে পারবো।

এস.এম. তরুন/আরএআর/এমএস