দেশজুড়ে

লক্ষ্মীপুরে নিখোঁজ যুবতীর মরদেহ ধানখেতে উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ২ দিন পর রুনা আক্তার (২২) নামে এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রুনা ওই ইউনিয়নের বসুদুহিতা গ্রামের মৃত ছিদ্দিক উল্যা মুন্সির মেয়ে। তবে তার স্বজনরা জানিয়েছেন, রুনা মানসিক প্রতিবন্ধী ছিল।

নিহতের মা নুরজাহান বেগম জানায়, গত ২৯ মে সোমবার সকালে রুনা বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়িতে ফিরেনি। এরপর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পিছনের অনাবাদি ধানখেতে তার অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের এসআই কবির হোসেন জানান, নিহতের  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমএএস/আরআইপি