চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-হাসাদহ মহাসড়কের পাশ থেকে আরজুল্লাহ (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরজুল্লাহ সদর উপজেলার নিহালপুর আলিমদ্দীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে আরজুল্লাহকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে ৫/৬ জন লোক ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাসাদহ বাজারের অদূরে পাকা রাস্তার পাশে তাকে গলা টিপে ও পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বুধবার সকালে রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা আলিমদ্দী জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের চায়ের দোকান থেকে আরজুল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা।। বুধবার বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে তার মরদেহ চিহ্নিত করি।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/এমএস