দেশজুড়ে

সাবেক সচিব আব্দুল জব্বারের মৃত্যুতে শোক

ঠাকুরগাঁও জেলার বাসিন্দা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এএম আব্দুল জব্বার (৭৪) বুধবার বিকেল ৫টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

চাকরি জীবনে তিনি একাধারে নাটোর জেলার জেলা প্রশাসক ছিলেন। পরবর্তীতে তিনি অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রধান, পেট্রোবাংলার চেয়ারম্যান, টিসিবির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতির সভাপতি ও বালিয়াডাঙ্গী নবীন সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।

বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার ছেলে জাবের বিন জব্বার সেনাবাহিনীর সিনিয়র মেজর ও কন্যা শামীমা সুলতানা ববি শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্বে রয়েছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি