দেশজুড়ে

অফিসে ঢুকে সাব-রেজিস্ট্রারকে মারধর করলেন পৌর মেয়র

বগুড়ায় ধুনট উপজেলা সাব-রেজিস্ট্রারকে মারধর করেছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এ জি এম বাদশা। বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসে দলবলসহ ঢুকে তিনি এ ঘটনা ঘটান।

ঘটনার সময় উপস্থিত বেশ কয়েকজন দলিল লেখক জানান, দুপুর সাড়ে ১২টায় হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে ৩০/৪০ জন যুবককে সঙ্গে নিয়ে ধুনট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ জি এম বাদশা সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে পড়েন। এ সময় সাব-রেজিস্ট্রার প্রফুল্ল কুমার মণ্ডল এজলাসে বসে কাজ করছিলেন। মেয়র তার লোকজন নিয়ে গালাগলি করতে করতে এজলাসে প্রবেশ করে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা তাকে উদ্ধার করে। ঘটনার পর প্রফুল্ল কুমার মণ্ডল এজলাস ছেড়ে বগুড়ায় চলে আসেন। ফলে শত শত মানুষ দূর-দূরান্ত থেকে দলিল করতে এসে ফিরে চলে যান।

তারা আরও জানান, ধুনট থানার মূল গেট আর রেজিস্ট্রি অফিসের গেটের দূরত্ব মাত্র ১০ গজ। মুখোমুখি দুটি অফিস। তারপর হইচই হলেও পুলিশ আসেনি।

ঘটনা সম্পর্কে সাব-রেজিস্ট্রার প্রফুল্ল কুমার মণ্ডল জানান, মেয়র বুধবার একটি দলিল করলেও সেই দলিলের সরকারি ফি জমা দেননি। এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট দলিল লেখক নুরুল ইসলামকে সরকারি ফি প্রদানের জন্য বলা হয়। ওই কথার সূত্র ধরে দলবল নিয়ে মেয়র অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালিসহ তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি।

এ বিষয়ে ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

লিমন বাসার/আরএআর/জেআইএম