লক্ষ্মীপুরে মামলার আসামিরা জামিনে এসে এক সাক্ষীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ সময় মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার পরিবারকে হুমকি দিয়েছে।
এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী পারুল আক্তার। তিনি সদর উপজেলার চররমনী মোহন এলাকার আবুল কাশেমের মেয়ে।
বাদী সাংবাদিকদের জানান, তার বাবা রিকশাচালক। একই এলাকার আলমগীর হোসেন তাদের জমি জোরপূর্বক দখল করে। এর প্রতিবাদ করায় আলমগীর ও তার ভাই আমীর সহযোগীদের নিয়ে তাদের মারধর করে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আমিরসহ সাতজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। আসামি আমির ও খোকন জামিনে এসে গত মঙ্গলবার (৩০ মে) মামলার ৬ নম্বর সাক্ষী আক্তারের ওপর হামলা চালিয়ে আহত করে। সংবাদ সম্মেলনে পারুলের বাবা আবুল কাশেম উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত আমির ও খোকনের বক্তব্য জানা যায়নি।
কাজল কায়েস/এএম/পিআর