নীলফামারীতে এক বৃদ্ধাকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আকবর আলী, তার তিন ছেলে গোলাম মোস্তফা, আব্দুল মজিদ ও নূর ইসলাম, তফেল উদ্দিনের তিন ছেলে আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও আব্দুস সালাম এবং একই গ্রামের ইয়াকুব আলী।মামলার বিবরণে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০০২ সালের ২২ অক্টোবর রাতে একই উপজেলার মধ্যরাজীব গ্রামের মৃত সমসের আলীর স্ত্রী কালঠি বেগমকে (৭৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। এরপর তার লাশ বাঁশ ঝাড়ে ফেলা হয়। এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে কিশোরীগঞ্জ থানায় ওই আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ দুপুরে বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) এড. অক্ষয় কুমার রায় ও আসামিপক্ষে আইনজীবী আব্দুল ওহাব চৌধুরী।জাহেদুল ইসলাম/এআরএ/আরআই