দেশজুড়ে

খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে : শাজাহান খান

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। তাই তিনি শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ চোখে দেখেন না। সারা দেশের মানুষ বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে যেমন বাংলাদেশ এতো উন্নত হতো না, তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হতো না।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা দক্ষিণ জামসা এলাকায় ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে ৭শ নদীর ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল। কিন্তু কোনো সরকারের সময় ড্রেজিং না করায় তা দাঁড়িয়েছে তিন হাজার ৬শ কিলোমিটারে। বর্তমান সরকার হারানো নদীর পথ পুনরায় উদ্ধারের কাজ করছে।

মানিকগঞ্জ, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের সঙ্গে বন্দরনগরী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের কার্গো ও নৌযান চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জের ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে এ খনন কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ এই খনন কাজ বাস্তবায়ন করছে।

ঢাকার হযরতপুর থেকে মানিকগঞ্জের জাবরা নৌপথের ৭৩ কিলোমিটার এলাকায় ৩২ লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। এতে ব্যয় ধরা হচ্ছে ৪৩ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা।

এই খনন কাজ সম্পন্ন হলে নৌপথের নাব্যতা সংকট দূর হবে এবং নৌযান চলাচল সহজ হওয়ার পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়ন ও কৃষিকাজের ব্যাপক উন্নয়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে নদী খননের ফলে এলাকায় ব্যাপকভাবে ভাঙনের আশঙ্কায় এলাকাবাসী এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম