নওগাঁর সাপাহারে বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাহাড়ি পুকুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। জহুরুল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম দুপুরে তার বাড়িতে সোলার প্যানেল তারের ওয়্যারিংয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতাবসত ডিস লাইনের সঙ্গে সোলার প্যানেলের তার জড়িয়ে যায়।
ফলে সোলার প্যানেলের তারটিও বিদ্যুতায়িত হয়। ডিস লাইন এবং সোলার তার একত্রে বিদ্যুতায়িত হয়ে জহুরুলকে শক করলে মাটিতে লুটিয়ে পড়ে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসছুল আলম শাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ তাদের আত্মীয়-স্বজন বাড়িতে নিয়ে গেছে।
আব্বাস আলী/এএম/এমএস