পটুয়াখালী সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলা ভাইস চেয়ারম্যান মনির খান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালাম মৃধা গ্রুপের মধ্যে
ছোট বিঘাই ইউনিয়নের তুষখালী মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রফিক (৪০), মোশারফ হাওলাদার (২৬), মো. রিয়াদ হোসেন (২২), আরিফ ও কবির মৃধাকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, স্কুল কমিটি নিয়ে দ্বন্দের জের ধরে এ সংঘর্ষের পরপরই পুলিশ তিনজনকে আটক করেছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রচারণাকালে দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসআর