দেশজুড়ে

প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে চলতি বাজেটে ৯৪টি আইটি পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত করা হয়েছে। সেই সঙ্গে গত বছরের চেয়ে ২০১৭-১৮ অর্থবছরে আইটি খাতে ২১৮ শতাংশ বাজেট বৃদ্ধি করে মোট ৩ হাজার ৯৭৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিটি খাতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সারাদেশে চারটি বিষয়কে সুসংগঠিত করা হচ্ছে। এজন্য আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন হবে। সেই সঙ্গে সরকারের প্রতিটি অফিসের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

রোববার দুপুরে নাটোর পৌরসভায় শেখ রাসেল ডিজিটাল সেন্টার, পৌরসভার ডিজিটাল ল্যাব, ব্যাংক এশিয়ার শাখা এবং ডিজিটাল পদ্ধতি বিদ্যুৎ বিল উদ্বোধন শেষে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে চারটি বিষয়কে সুসংগঠিত করা হচ্ছে। প্রথমে ই-গভর্নেন্স-এর মাধ্যমে সরকারের প্রতিটি অফিসের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। দেশের সাড়ে ৪ কোটি ২৭ লাখ শিক্ষার্থীকে আইটি শিক্ষায় শিক্ষিত করে বিশ্বের সঙ্গে যাতে তাল মেলাতে পারে সে জন্য মানবসম্পদ উন্নয়নে কাজ করছে সরকার। বিগত নয় বছর আগে যেখানে বাংলাদেশে আইটি এক্সপার্ট ছিল ২৬ মিলিয়ন সেখানে ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যে নৌকা মার্কায় ভোট দেয়নি তার জন্যও শেখ হাসিনার সরকার কাজ করছে, যে ভোট দিয়েছে তার জন্যও কাজ করছে। আগে বাংলাদেশ দুর্নীতিতে তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগের চেয়ে দুর্নীতি অনেক কমে এসেছে।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। পরে পুরতান জেলখানায় স্থাপিত শেখ কামাল আইটি পার্কের নির্মিত কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রেজাউল করিম রেজা/এএম/এমএস