সিরাজগহ্জের কাজীপুরের সোনামুখীতে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মাটি কাটার মাধ্যমে নির্মাণ কাজ উদ্বোধন করেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উদ্বোধন শেষে সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ সাবেক এমপি জয়। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সম্পাদক খলিলুর রহমান সিরাজী, প্রচার সম্পাদক উত্ত্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আবু জাফর মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল। ইফতার মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় সাবেক এমপি জয় বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ থেকে অপসংস্কৃতি ও জঙ্গিবাদকে দূর করতেই দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হচ্ছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি