রাজনীতি

বগুড়া জেলা ছাত্রলীগসহ ৫ ইউনিটের কমিটি ঘোষণা

সম্মেলনের পাঁচ দিন পর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাসকে সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজ কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া বগুড়ার আরো চারটি ইউনিটের কমিটিও ঘোষণা করা হয়েছে।গত ৭ মে বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের পর সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের চেষ্টা চালান কেন্দ্রীয় নেতারা। কিন্তু সেই প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতারা সেদিন কমিটি ঘোষণা না করেই ফিরে যান। এরপর গত মঙ্গলবার রাতে জেলা কমিটিসহ পাঁচ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সনৎ কুমারকে সহ-সভাপতি, নূরনবী সরকারকে যুগ্ম-সম্পাদক ও জিহাদ আল হাসান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।এছাড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের কমিটিতে বেনজির আহম্মেদকে সভাপতি ও আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সরকারি শাহ সুলতান কলেজ শাখায় বিশ্বজিৎ কুমার দাসকে সভাপতি ও জাকিউল হাসান জনিকে সাধারণ সম্পাদক, বগুড়া শহর শাখায় আতাউর রহমান আতা সভাপতি ও শেখ ফারহান আল অর্চি সাধারণ সম্পাদক, সদর উপজেলা শাখায় ওবায়দুল্লাহ সরকার স্বপন সভাপতি এবং শামীম হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।গত সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ স্বাক্ষরিত এই পাঁচটি কমিটির তালিকা জেলা কমিটির নবগঠিত কমিটিকে অবহিত করা হয়েছে।বগুড়া জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জেলাসহ পাঁচটি ইউনিটের কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে জেলা ও আযিযুল হক কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।এদিকে, বুধবার সকালে নতুন কমিটি ঘোষণায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেছে। সেখানে তারা নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কর্মীদের মিষ্টি মুখ করায় এবং শহরের সাতমাথা এলাকায় পটকা ফুটিয়ে উচ্ছাস প্রকাশ করে।লিমন বাসার/এআরএ/আরআই