চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে পাঁচ কেজি রুপার গহনাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। সোমবার বিকেল ৫টার দিকে রুপাগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম জানান, সোমবার বিকেলে বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েক আলাউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওঁৎ পেতে ছিলেন। এ সময় সীমান্ত থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুজন চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে পাঁচ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।
সালাউদ্দিন কাজল/আরএআর/এমএস