দেশজুড়ে

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ

নাটোরের বড়াইগ্রাম প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে শরীফুল ইসলাম (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার অভিযুক্ত শরীফুলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি বগুড়ার সদর উপজেলার বৃন্দাবনপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফুল ইসলাম কয়েকদিন ধরে বনপাড়া পৌরসভার প্রফেসর পাড়ায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থেকে রসুনের ব্যবসা করছিলেন। সম্প্রতি তিনি ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর সূত্র ধরে দেখা করার কথা বলে সোমবার সকালে মেয়েটিকে তিনি উপজেলা পরিষদের পেছনে নিয়ে যান।

পরে শরীফুল তাকে সেখান থেকে অফিসার্স কোয়ার্টারের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে রাতেই তার মা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ ব্যাপারে এসআই শামসুল ইসলাম বলেন, মঙ্গলবার আদালতে মেয়েটির জবানবন্দি নেয়া হয়েছে। এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বড়াইগ্রাম হাসপাতালের আরএমও ডা. ডলি রাণী বলেন, মেয়েটির মেডিকেল চেকআপে ধর্ষণের আলামত মিলেছে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম