নানা আয়োজনে পালন করা হলো নাটোর-০১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক এমপি মমতাজ উদ্দিন হত্যা দিবস। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে কোনো কর্মসূচিতেই যোগ দেননি মমতাজের স্ত্রী সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি শেফালি মমতাজ ও ছেলে সাগর।
শেফালি মমতাজ জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে বিকেলে মমতাজ উদ্দিনের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মমতাজ স্মরণস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।
পরে লালপুর উপজেলা চত্বরে স্মরণসভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অফতাব হোসেন ঝলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২০০৪ সালের ৬ জুন উপজেলার আব্দুলপুরে দুর্বৃত্তদের হাতে নিহত হন সাবেক এই সংসদ সদস্য মমতাজ উদ্দিন।
রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি