দেশজুড়ে

১৮০০ লিটার দেশীয় মদসহ আটক ৪

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ লিটার দেশীয় মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার বিকেলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ লিটার দেশীয় চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারারা হলেন উল্লাপাড়া উপজেলার লাহিরীপাড়া গ্রামের মৃত রাধা গোবিন্দ সরকারের ছেলে গোপাল (৩৬) ও একই গ্রামের মৃত জনক ধারী সিংয়ের ছেলে শ্রী নবকুমার সিং (৫২), সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আখতার হোসেনের ছেলে শামীম (৩৮) ও একডালা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ১ হাজার ৮০০ লিটার দেশীয় চোলাই মদ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮৭০ টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর