দেশজুড়ে

ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের গুঁতোয় খুশি বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খুশি বেগম কালিগঞ্জ গ্রামের রহমত আলীর স্ত্রী।

নিহতের প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, খুশি বেগম বিকেলে বাড়িতে ষাঁড়কে খাওয়াতে যান। এ সময় ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে তার পেটে সজোড়ে আঘাত করলে পেট ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য কালা চাঁদ ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর