দেশজুড়ে

লংগদুতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদুর ইয়ারিংছড়ি এলাকায় কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল মরদেহটি উদ্ধার করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লংগদুর ইয়ারিংছড়ি নামক এলাকায় কাপ্তাই হ্রদে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে অর্ধপচা ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল সাদা ফুলহাতা শার্ট এবং জিন্স প্যান্ট। তিনি বাঙালি বলে জানানো হয়। তবে লংগদুর স্থানীয় বাসিন্দা নন।

লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক জানান, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি