দেশজুড়ে

স্বস্তির বৃষ্টি গাইবান্ধায়

কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে গাইবান্ধায়। জেলা শহরে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৯ মিনিটে বৃষ্টি শুরু হয়। চলে আধাঘণ্টারও বেশি সময় ধরে।

এর আগে বিকেল সোয়া ৩টা থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। বৃষ্টি শুরু হওয়ায় জনমনে ফিরে আসে স্বস্তি। সেই সঙ্গে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস।

তবে শহরের বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটা করতে আসা মানুষরা বেশি কষ্টের শিকার হয়েছেন। অতিরিক্ত মানুষের চাপে ভ্যাপসা গরমে দোকানিরাও কষ্ট পেয়েছেন।

বিপণীবিতান সালিমার সুপার মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা শহরের মাস্টার পাড়া এলাকার নাজরীন বেগম বলেন, ঈদ ঘনিয়ে এলে ভীড় বেশি থাকে। তাই আগে ভাগে এসেছি কেনাকাটা করতে। অতিরিক্ত গরমে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর স্বস্তি লাগছে।

সালিমার সুপার মার্কেটের ব্যবসায়ি হাসান ইকবার রিপন বলেন, গত দুইদিন ধরে অতিরিক্ত গরমে বেশ কষ্ট হয়েছে। আজ বৃষ্টি হওয়ায় স্বস্তি পেয়েছি। বৃষ্টির পর আবহাওয়া অনেকটা ঠান্ডা রয়েছে।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম