দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে তিনজন সাজাপ্রাপ্ত আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বেলগাছি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজেরা বেগম (৪৫), একই গ্রামের মুছার স্ত্রী দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আশানুর বিবি (৬০), পারপুল গ্রামের মনির হোসেনের স্ত্রী দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শেফালী খাতুন (৪৩), চিতলা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মনছু (৪৫), কুমারী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), বড় পুটিমারি গ্রামের ছাত্তার মালিতার ছেলে হাসিবুল (২৫), রায় লক্ষ্মীপুর গ্রামের নজর আলীর স্ত্রী পারুল খাতুন (৫০) ও তার ছেলে বিল্লাল গণি (২৭)।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় জি আর ও সি আর মামলা রয়েছে।

সালাউদ্দিন কাজল/আরএআর/জেআইএম