দেশজুড়ে

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিক্তা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন উপজেলার বোয়ালিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে এবং সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা মোতালেব হোসেন জানান, বিকেলে রিক্তা খাতুন নিজ বসতঘরের বৈদ্যুতিক পাখার সুইচ দেওয়ার সময় বিুদ্যৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর