মোটরসাইকেল ছিনতাইয়ের সময় হাতেনাতে ৩ ছিনতাইকারীকে আটকের সময় পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ৩ জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। শুক্রবার ভোররাতে মাদারীপুরের কাজীরটেক এলাকায় পুলিশের সঙ্গে এই ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় আরো ৪ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকমাস যাবৎ মাদারীপুর জেলার প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। তারই ধারাবাহিতায় শুক্রবার ভোর রাতে কাজীরটেক এলাকায় মোটরসাইকেল চুরি হতে পারে, এই গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ওৎ পেতে থাকে। এক পর্যায়ে সংঘবদ্ধ চোরের দল ৪টি মোটরসাইকেল চুরি করে পালালে পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করে। এসময় চোরদের পেছন থেকে গুলি করলে সৈদারবালী এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমীন (২২), খোয়াজপুর এলাকার হাসেম বেপারীর ছেলে সবুজ বেপারী (২৩) ও শকুনী লেগ এলাকার আজিজুল হক চুন্নুর ছেলে আসাদুজ্জামানসহ (৪০) ৩ ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জাগো নিউজকে জানান, বিভিন্ন সময় জেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় পটুয়াখালীর আলীপুর এলাকার গফুর কাজীর ছেলে সেলিম কাজী (৪০), পটুয়াখালীর গোলাচিপা এলাকার শাহজাহান আকনের ছেলে কামাল আকন (২৫), মাগুরার মোল্লাবাড়ী এলাকার কওছার মোল্লার ছেলে বাচ্চু মোল্লা (৩০) ও শরীয়তপুরের জাজিরা এলাকার গিয়াস উদ্দিন মল্লিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস