দেশজুড়ে

বড় বোন খুন, ছোট বোন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট বোনের হাতে বড় বোন খুন হয়েছেন। নিহতের নাম লাকি বেগম (৩২)। এ ঘটনায় ছোট বোন তাহমিনা আক্তার পপিকে (২৭) আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় লোকজন।

রোববার সকালে নিহতের স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে পপিকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের সৌন্দড়া গ্রামে লাকি ও পপির মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলে আসছে। এ নিয়ে শনিবার (১০ জুন) রাতে পপি তার বোন লাকিকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে। এ সময় জোরপূর্বক লাকির একটি চোখ তুলে ফেললে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার মুখের ভেতর হাত ঢুকিয়ে রাখা হয়। এতে শ্বাসবন্ধ হয়ে তিনি মারা যান।

এলাকাবাসী জানায়, পপি কয়েক মাস ধরে পরিবারের সদস্যদের সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছে। ঘটনার সময় তাকে বদ জিন আসর করেছে লোকজন বলাবলি করছেন।

থানা পুলিশ জানায়, রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত লাকি বেগম একই বাড়ির মৃত বাদশা খলিফার বড় মেয়ে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ওই বোনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাজল কায়েস/এএম/পিআর