মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠ থেকে লিল্টু মিয়া (৩০) নামের চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি এলজি সাটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার লিল্টু মিয়া গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের সামসুল হকের ছেলে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিল্টুসহ কয়েকজন সন্ত্রাসী সাহারবাটি এলাকায় অবস্থান করছে মর্মে জানতে পারে পুলিশ। সেখানে অভিযান চালালে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ধরা পড়ে লিল্টু মিয়া।
লিল্টু মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত উল্লেখ করে ওসি আরও বলেন, তার নামে গাংনী থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আসিফ ইকবাল/এএম/জেআইএম