ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড জিদানের নেতৃত্বে চ্যারিটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। আগামী ১৪ জুন সান্টিয়াগো বার্নাব্যুতে তার অধিনায়কত্বে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।চ্যারিটি ম্যাচে জিদানের সঙ্গে রিয়ালের জার্সি গায়ে আরও থাকবেন সাবেক ফুটবলার মিচেল সালগাডো, ফার্নান্দো মোরিন্টেস, সান্টিয়াগো হারনান স্কলারিসহ অনেকে।২০১০ সাল থেকে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের উদ্যোগে এই চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগের সব ম্যাচে জয় পেয়েছে রিয়াল। তবে সর্বশেষ ম্যাটিতে জয়ের মুখ দেখেনি তারা। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে হয়েছিল ওই ম্যাচটি।এআরএস/এমএস