দেশজুড়ে

পুলিশের ভয়ে পালাতে গিয়ে হার্টঅ্যাটাকে মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে আব্দুল গফুর (৫০) নামের এক জেলে মারা গেছেন। তার বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের বোয়ালীয়াকান্দা গ্রামে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিহর নদীতে গফুরসহ ৫/৬ জন জেলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে পোনা মাছ ধরছিলেন।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদের নেতৃত্বে পুলিশ জাল আটক করতে যায়। পুলিশ দেখে অন্য জেলেদের সঙ্গে আব্দুল গফুর দৌড়ে পার্শ্ববর্তী রাঙ্গামাটিয়া গ্রামের সুরুজ আলীর বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে বলেন, মশারী জাল দিয়ে পোনা মাছ ধরার খবর পেয়ে জাল জব্দ করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শুনেছি পুলিশ জাল জব্দ করে নিয়ে আসার পর এক জেলে হার্টঅ্যাটাকে মারা গেছে।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান বলেন, জাল আটক করে নিয়ে আসার পর জালের মালিক গফুর মারা গেছে বলে শুনেছি।

কামাল হোসাইন/এএম/পিআর