জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার নন্দীগ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা নন্দীগ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে ও মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। পারিবারিক সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের একটি মাঠে সাব-মার্সিবেল পাম্পের ইলেকট্রিক তারের বিদ্যুৎ স্পৃষ্ট হলে বাদশাকে দ্রুত উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রাশেদুজ্জামান/এমজেড/পিআর