দেশজুড়ে

দুপুরে বান্দরবান যাবেন ওবায়দুল কাদের

বান্দরবানের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে তলিয়ে পড়া এলাকায় বুধবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে সেখানে নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি। পাহাড় ধসের এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।

এদিকে বান্দবানের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিপহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে বান্দরবানের লেমুঝিরি ভিতরপাড়া থেকে একই পরিবারের তিন শিশু, আগাপাড়ায় মা-মেয়ের এবং কালাঘাটায় এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

সৈকত দাশ/এফএ/জেআইএম