দেশজুড়ে

রাঙামাটিতে বজ্রপাতে মায়ের মৃত্যু, আহত দুই মেয়ে

রাঙামাটি পার্বত্য জেলার বরকলে বজ্রপাতে নাজমা বেগম (৩০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় তার দুই মেয়ে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের মীরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম মীরপাড়া এলাকার নুরুল ইলামের স্ত্রী। এতে আহত তার দুই মেয়ে কুলসুম (১৪) ও মমতাজ বেগম ময়নাকে (১০) স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।বরকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আকস্মিক দমকা হাওয়ায় বজ্রপাত হলে নিজ বাড়িতেই ওই তিনজন আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই নাজমা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে তার দুই মেয়ে কুলসুম ও ময়নাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান এলাকাবাসী।সুশীল চাকমা/এসএস/আরআইপি