জাতীয়

ঈদে ৫ দিন বন্ধ থাকবে বাল্কহেড কার্গো

লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরে মোট পাঁচদিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে উঠবেন না। ২০১৬ সালে কোনো লঞ্চডুবি হয়নি। ২০১৭ সালকেও নৌদুর্ঘটনা মুক্ত বছর হিসেবে দেখতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌ-পথে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। এ ব্যাপারে যাত্রী সাধারণকে সচেতন হতে হবে।’

বুধবার রাজধানীর সদরঘাটে সম্প্রসারিত টার্মিনাল ভবন, সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও লালকুঠি মিনি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদীর সলিড বর্জ্য উত্তোলনের জন্য ‘রিভার ক্লিনার ভেসেল’ সংগ্রহ করা হবে। নদী তীর যাতে পুনরায় দখল হয়ে না যায় সেজন্য ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি নেতাদের চোখ জ্বলছে। তারা এখন অন্ধকার দেখছে। দখল ও দূষণের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস উন্নয়নে।’

উল্লেখ্য, সম্প্রসারিত সদরঘাট টার্মিনাল ভবন (চার তলা) নির্মাণে ১৯ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়া সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে তীর রক্ষা কাজ, স্পাড, গ্যাংওয়ে, র‌্যাম্প নির্মাণ, পার্কিং ইয়ার্ড ও সবুজায়ন। সদরঘাট থেকে লালকুঠি ঘাট পর্যন্ত পার্কিং ইয়ার্ড নির্মাণ হওয়ায় এ এলাকায় যানবাহন ও যাত্রীদের চলাচলও নির্বিঘ্ন হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

এফএইচএস/জেডএ/এমএস