দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে গরুকে ঘাষ খাওয়াতে পীরগঞ্জের টাঙ্গন নদীর পারে যাওয়ার পথে কৃষক তাজিরুল ইসলাম (৪০) বজ্রপাতের শিকার হন। এ সময় গরুসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বৈরচুনা আজলাবাদ গ্রামের ফারিজুল ইসলামের ছেলে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই দিন দুপুরে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামে সলিরাম (৪০) নামে এক কৃষক দোকানে চা খেতে গিয়ে রাস্তায় বজ্রপাতে মারা গেছেন। সলিরাম ভেদাইল গ্রামের দোমাসু রামের ছেলে। এ সময় চারজন আহত হন। আহতদের মধ্যে নরেশ চন্দ্র (৪০) ও লক্ষ্মীরামকে (৪১) ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম