চুয়াডাঙ্গার সদর উপজেলা শহরের ঈদগাহ পাড়ার দশম শ্রেণির এক ছাত্রীর ছবি ফেসবুকে নিজের ছবির সঙ্গে সংযুক্ত করে প্রকাশ করায় রাজবাড়ি থেকে রাকিবুল হাসান সোহাগ (২০) নামে এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ি সদর উপজেলার বেড়াভাঙ্গা গ্রামের মীর আশরাফ আলীর ছেলে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে রাকিবুল হাসান সোহাগকে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই ইব্রাহিম জানান, চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ার দশম শ্রেণির এক ছাত্রীর ছবি সম্প্রতি রাকিবুল হাসান নিজের ছবির সঙ্গে সংযুক্ত করে ফেসবুকে প্রকাশ করে। এ ঘটনার পর ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করলে শনিবার রাতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।সালাউদ্দীন কাজল/এআরএ/আরআইপি