দেশজুড়ে

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রাগপুর গ্রামে ফারুক হোসেন (৩০) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে ঘরের ভেতর বেঁধে রেখে শরীরে আগুন দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মোতালেব আলীর বাড়ির একটি কক্ষ ওই যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোতালেব আলীর ছেলে আব্দুল মজিদ ও রেজাউল চাচাতো ভাই বুদ্ধিপ্রতিবন্ধী ফারুক হোসেনকে রোববার সকালে মারধর করে ঘরের ভেতর বেঁধে রাখে। পরে ঘরের দরজা তালাবদ্ধ করে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঘরের ভেতর বেঁধে রাখা বুদ্ধিপ্রতিবন্ধীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা এক পর্যায়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান আগুনে পুড়ে ঝলসানো বুদ্ধিপ্রতিবন্ধীর মরদেহ পড়ে আছে।

তবে ঘরের ভেতর বুদ্ধিপ্রতিবন্ধী ফারুক হোসেন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে এমন দাবি করেছে মোতালেব আলীর পরিবার। তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হত্যাকাণ্ডের শিকার ফারুক হোসেনের বাবা চায়েম আলী। তার ছেলেকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকরাম হোসেন জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সালাউদ্দীন কাজল/আরএআর/পিআর