টাঙ্গাইলে আতাউর রহামান (৫০) নামে জেএমবির এক সদস্য আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলি আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আতাউর রহামান কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, আতাউর রহামান জেএমবির তালিকভুক্ত সদস্য। কালিহাতী থানার ২০১৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সে পলাতক ছিল।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর