বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে শেখ হাসিনা সরকারকে বারবার ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার ডেনমার্কে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।আমিনুল ইসলাম আমিন বলেন, ৭৫` পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক ও সামাজিক মুক্তি দিতে ১৯৮১ সালের এ দিনে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের বাক্সবন্দী গণতন্ত্রকে পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আজকে দেশের জনগণ উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে যে জীবন যাপন করছেন তার সবই শেখ হাসিনার দীর্ঘ আন্দোলনের ফসল। পিতার আজন্ম লালিত স্বপ্ন দারিদ্রমুক্ত সুখী সুন্দর বাংলাদেশ গঠনের কাজ করছেন তিনি।তিনি বলেন, সফল পররাষ্ট্র নীতির কারণে স্থলসীমানা চুক্তি ও সমুদ্র সীমানা চুক্তি সম্ভব হয়েছে। তাই শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢামেকসুর সাবেক ভিপি ডা. ফরহাদ আলী খান, ঢামেকসুর সাবেক ভিপি ডা. বিদ্যুত বড়ুয়া, লিটন সিকদার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদ ও মোতালেব ভুইয়া।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুল হক, রাফায়েত মিঠু, সুলতান মল্লিক, রুহুল আমিন কাজল, সাইফুল ইসলাম, ইনসান ভুইয়া, নিজাম উদ্দিন আহমেদ, রিয়াজুল হাসনাত রুবেল, নাসির সরকার, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, মালিক নাইম, মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ সেলিম প্রমুখ।এসকেডি/বিএ/আরআই