দেশজুড়ে

শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন আটকা

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ি যানজটের কবলে পরে দুর্ভোগে পড়েছেন নৌরুটের যাত্রীরা।

বুধবার সকাল থেকে ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যবাহী যানবাহনগুলো পৌঁছাতে না পারায় বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ছোট-বড় মিলে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জনান, ইতোমধ্যে ঈদকে সামনে রেখে নতুন দুটি ফেরিসহ ১৯টি ফেরি চলাচল করছে। আগে আড়াই ঘণ্টা সময় লাগলেও এখন এক থেকে দেড় ঘণ্টা পারাপারে সময় নিচ্ছে। পাঁচ শতাধিক যানবাহন ঘাটে অবস্থান করছে, যাত্রীবাহী যানবাহনগুলোকে আগে প্রাধান্য দেয়া হচ্ছে। যে কারণে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/জেআইএম