দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেই

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে কোনো ধরনের যানজট নেই। রাস্তায় স্বাভাবিকভাবেই চলছে সব ধরনের যানবাহন। আর যানজট নিরসনে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করছে।

বুধবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত করটিয়া বাইপাস, তারটিয়া বাইপাস এবং রাবনা বাইপাসসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার মহাসড়কের রাস্তায় গাড়ির কোনো চাপ নেই। নির্বিঘ্নেই চলছে যানবাহন। মহাসড়কগুলো প্রায়ই ফাঁকা। রাস্তায় মাঝে মধ্যে যানবাহন চলাচল কিছুটা দেখা দিলেও আবার হয়ে যাচ্ছে ফাঁকা।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইলের অংশে বুধবার গাড়ির সংখ্যা কম থাকায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে আগামীকাল সরকারি এবং বিভিন্ন গার্মেন্স ছুটি হওয়ার কারণে বিকেল অথবা সন্ধ্যার দিকে যানবাহনের চাপ বেড়ে যাবে। তখন মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টি হলে সড়কের যানজটের ভোগান্তি আরও বেড়ে যাবে বলে ধারণা করছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, আজ মহাসড়কে টাঙ্গাইলের অংশে কোনো যানজট নেই। গাড়ির চাপও নেই। অন্যান্য সময়ের চেয়ে আজ মহাসড়কে গাড়ির সংখ্যা কম। তবে আগামীকাল অথবা শুক্রবার থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করেছে।

তিনি আরও বলেন, রাস্তায় গাড়ি বিকল এবং সড়ক দুর্ঘটনা হওয়াতে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের ভোগান্তি কমাতে এবার মোটরসাইকেলে মোবাইল টিম কাজ করছেন। তারা দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে ব্যবস্থা নিতে পারবে।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খলিলুর রহমান বলেন, মহাসড়কের আমার অংশে কোনো যানজট নেই। মহাসড়কে যানজট নেই। পুলিশ যানজট নিরসনে সর্তক অবস্থানে রয়েছেন।

তবে গতকাল মহাসড়কে টাঙ্গাইলের অংশে কয়েক দফায় যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম বলেন, যানজট নিরসনে পুলিশ মহাসড়কে সব সময়ই সর্তক অবস্থানে রয়েছেন। ঈদ মৌসুমের যানজট নিরসনে প্রায় এক হাজার পুলিশ কাজ করবে। তিন শিফটে কাজ করবে পুলিশ। আজ থেকে পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করেছে।

তাৎক্ষণিক মহাসড়কে যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশের কন্ট্রোল টিম কাজ করছে। তিনি আরও বলেন, রোডের অবস্থা খারাপ থাকায় গত বছরের চেয়ে এবার ঈদ যাত্রায় মহাসড়কে যানজট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এখনও রাস্তার কাজ সম্পন্ন হয়নি। তবে পুলিশ সব সময়ই যানজট নিরসনের চেষ্টা করবে।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম