দেশজুড়ে

মুন্সীগঞ্জে লিজের জমি থেকে ২৫ পরিবারকে উচ্ছেদের চেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নে লিজ নেয়া জমি থেকে ২৫ পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছে আব্দুর রব, আব্দুল্লাহ, নুরু মিয়া ও শাহিন নামের  প্রভাবশালী ভূমিদূস্যসুরা। এর মধ্যে একটি পরিবারের বসতঘর দখল করে তাদের বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।  স্থানীয়রা জানান, বিগত ৩৫/৪০ বছর ধরে সরকারি জমি লিজ নিয়ে অসহায় ২৫টি পরিবার বসতবাড়ি হিসেবে ব্যবহার করে আসছে। তাদের দেয়া সর্বশেষ লিজ নবায়ন করা হয়েছে ২০০৯ সালে। আবার কিছু কিছু পরিবারে ২০১৪ সাল পর্যন্ত লিজ নবায়ন করা আছে। কিন্তু হঠ্যৎ করে আব্দুর রব, আব্দুল্লাহ, নুরু মিয়া ও শাহিন নামের বেশ কয়েকজন প্রভাবশালী ভূমিদস্যুরা ২০১০ সালে লিজ নিয়েছে দাবি করে অবৈধভাবে এই পরিবারগুলোকে উচ্ছেদ করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারগুলো। বসতঘর হারানো লিপি বেগম জানান, এই ভূমিদস্যুরা আমাদের বসতঘর দখল করে আমাদেরকে বের করে দিয়েছে। এর প্রতিবাদ করতে গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকিও দিচ্ছে প্রতিনিয়ত। বসতঘর হারিয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করে আসছি।লিজের মালিক কমলা বেগম জানান, এখানে ২৫/৩০টি পরিবার বসত করে আসছে । এখন এই জমি হারিয়ে গেলে সবাইকে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার এই বিষয়ে কোন ব্যবস্থা না নিলে এই পরিবারগুলোর পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। এদিকে অবৈধভাবে দখলের বিষয়টি অস্বীকার করে আব্দুর রব জানান, আমরা সরকার থেকে লিজ নিয়ে লিজকৃত জমি বুঝে নিয়েছি মাত্র। সহকারী ভূমি কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস জানান, উর্ধ্বতন কর্মকর্তারা  কিভাবে লিজকৃত জমি আরেক জনের নামে পুনরায় লিজ দিয়েছে এ বিষয়ে আমার জানা নেই। এসএস/আরআইপি