হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি থেকে বিএনপির ডাকা ৩মাসব্যাপী অবরোধ চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে সৈয়দ মুশফিক আহমেদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি তখন থেকেই আত্মগোপনে ছিলেন। সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে দায়ের করা ৩টি মামলায় জামিন মঞ্জুর করেন। কিন্তু বিস্ফোরক মামলায় দায়ের করা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময় দু’টি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি।সৈয়দ এখলাসুর রহমান খোকন/এসএস/পিআর