দেশজুড়ে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রহিমা বেগম (৩০) ও তার মেয়ে ময়না (১১)। আহতদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামের হোসেন আলীর ছেলে। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঠেরভিটা নামক স্থানে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির সাথে শ্যালো মেশিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক রফিকুল ইসলাম ট্রলির নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় তাকেসহ আরো তিন জনকে এলাকাবাসী দ্রুত রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রলি চালক আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।রৌমারী হাসপাতালের চিকিৎসক শাহজাহান কবির দুর্ঘটনার আঘাতে রফিকুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এসএস/পিআর